মোঃ আসাদুল্লাহ সনি, জেলা প্রতিনিধিঃ
রবিবার (১৮ ডিসেম্বর) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ১ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন, মৃত তসলিম উদ্দিনের ছেলে লাল চাঁন।
রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি এলাকা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, লাল চাঁন, এর স্মারক নং ১৯৮, তারিখ ০১/০৩/১৮, জিআর নং ৪৯৪/১১(শিব), প্রসেস নং ০১/১৮, তারিখ ১৮/৪/১৮, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১০(১) মোতাবেক মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী।
উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছেন র্যাব।