মোশারফ হোসেন ফারুক মৃধা ঃ
ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আজ ২১ ডিসেম্বর বুধবার সন্ধা সাড়ে ৭ টায় ফরিদগঞ্জ সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’ সাংস্কৃতিক অঙ্গনের পরিবেশেনায় উপস্হাপিত হবে বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ল্যাম্পপোস্টে’র প্রথম পর্ব।
দেড় ঘন্টার এই ম্যাগাজিন অনুষ্ঠানে থাকছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ক্যারিওগ্রাফি, নৃত্য,নাটিকা,মুক্তিযুদ্ধ ভিত্তিক ট্রাজেডি এবং সবশেষ দর্শক পর্ব। দর্শক পর্বটিতে বিজয় মেলায় আগত দর্শকদের উন্মুক্ত প্রশ্ন করা হবে এবং প্রশ্নের সঠিক উত্তর দাতাদের মধ্যে পরবর্তীতে ২য় পর্ব সম্পন্ন হওয়ার পর ক্রমাগত ভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে ১৮ জন আটিস্ট অভিনয় করবেন এবং অনুষ্ঠানটি যৌথ উপস্থাপনায় থাকবেন প্রজ্জ্বলন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম ও সাধারণ সম্পাদক শামীম হাসান।