অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
“আধার কেটে জ্বলুক শিখা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার আয়োজনে ২২-২৩ ডিসেম্বর শহরের প্রাণ কেন্দ্র মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহিদ মিনার পাদদেশে দুই দিন ব্যাপি নাট্য উৎসবের আজ অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, ড. শাবিন শাহরিয়ার প্রফেসর, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুহাম্মদ রাশিদুল হক পুলিশ সুপার, নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মোফাখ্খার হোসেন কান পথিক উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), নওগাঁ জেলা শাখা। এস. এম সহিদুল আলম নির্বাহী পরিচালক, আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপস), ফরিদুল করিম তরফদার সিনিয়র সাংবাদিক,মানবতাবাদী চন্দন কুমার দেব, মো. মনোয়ার হোসেন লিটন, রতন কুমার সাহা, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), নওগাঁ জেলা শাখা। এস এম মতিউজ্জামান মতি সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মো. বেলাল সরদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নওগাঁ। গুণিজন হিসেবে উপস্থিত ছিলেন, তসলিমা ফেরদৌস, এস এম সামছুল আলম বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক, নওগাঁ। উল্লেখ্য, অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, সঙ্গীত নিকেতন, নৃত্য রং একাডেমি, নৃত্য নিকেতন, নৃত্যাঙ্জলি একাডেমি, মানবাধিকার নাট্য পরিষদ, পৌরসভা, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় নাট্যদল, পি এম বালিকা উচ্চ বিদ্যালয় নাট্যদল, মানবাধিকার নাট্য পরিষদ, শিকারপুর ইউনিয়ন ও শৈলগাছী ইউনিয়ন, নওগাঁ।
আপডেট টাইম : শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২, ১৯৪ বার পঠিত