নিউজ ডেস্কঃ সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুবরণ করেছেন।
ক্ষণজন্মা এ শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং চলচিত্র ও সঙ্গীতায়নের বিভিন্ন সংগঠন থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান হয়েছে।
‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বড় বোনের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এন্ড্রু কিশোরের দেখাশোনার দায়িত্বে থাকা শফিকুল আলম বাবু এই তথ্য নিশ্চিত করেছেন।
আপডেট টাইম : সোমবার, জুলাই ৬, ২০২০, ২৬১ বার পঠিত