ষ্টাফ রিপোর্টারঃ
উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে সরকার সকল সহযোগিতা করে আসছে, তাছারা বর্তমান সরকার ক্ষমতায় আছে বলে আজ দেশ ব্যাপি বিনামূল্যে বই বিতরণ হচ্ছে, এতে করে দেশের শিক্ষার মান বেরে চলছে। রোববার পহেলা জানুয়ারি, চাঁদপুর পুরানবার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলি মাঝি বক্তব্য আরো বলেন
বিগত ১৫ বছর আগে দেশের মানুষ বই কিনতে না পেরে লেখাপড়া করতে পারেনি, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী জন নেতৃ শেখ হাসিনা দেশের শিক্ষার মান বারাতে দেশের প্রতিটি শিক্ষার্থী কে বিনা মূর্ল্যে নতুন বই বিতরণ করছে বলে আজ হতদরিদ্র পরিবারের সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে,। চাঁদপুরের রত্ন আমাদের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মাধ্যমে দেশব্যপি যেমনি বই বিতরণ হচ্ছে তেমনি এই চাঁদপুরের প্রতিটি স্কুলে বিনা মূর্ল্যে বই বিতরণ করা হচ্ছে। আজ নতুঁন বছরের প্রথম দিনেই বই বিতরণ করা হয়, এবং প্রতি বছরই বই বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী,। আমি বলবো আপনাদের সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করুন। কোমল মতি শিশুদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সরকার সকল সহযোগিতা করে আসছেন, এবং যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন রাজাকারদের হাত থেকে দেশ ও জাতি মুক্ত থাকবে। তাই এবারো আওয়ামী লীগ সরকার কে ক্ষমতায় আনতে সকলে নৌকা প্রতিকে ভোট দিবেন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়। তিনি বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত, আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে আবেদন করি, এই বিদয়ালয়ের পুরোনো ভবনটি ভেঙে নতুঁন একটি ভবন করলে শিক্ষা কার্যক্রম আরো বৃদ্ধি পাশে, বর্তমানে এই পুরোনো ভবনটিতে ঝুকি নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে তাই প্যনেল মেয়রের মাধ্যমে এই পুরনো ভবনটি ভেঙে নতুঁন একটি ভবন করে দেবার দাবি জানাই।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
বিদ্যালয়ের মেনেজিং কমিটির সদস্য জাকির হোসেন খাঁন শিপন। মিজানুর রহমান খাঁন বাদল, বিপ্লব কুমার ঘোষ,।
সহকারি শিক্ষক মোহাম্মদ হোসাইন এর পরিচালনায় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক বিমল চৌধুরী, সহকারি শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক শাহিন সুলতানা,সহকারী শিক্ষক নাজনীন নবি,সহকারী শিক্ষক সিক্তা সাহা, সহকারী শিক্ষক বিশ্বজিৎ চন্দ্র , সহকারী শিক্ষক দুলাল চন্দ্র রায় সহ, শিক্ষর্থী ও অভিভাবক বৃন্দু,
শুরুতেই কোরয়ান তালোয়াত করেন, সপ্তম শ্রেণীর ছাএ তানজিন আহমেদ সোহান, গীতা পাট করেন অষ্টম শ্রেণীর ছাএী অয়ন্তি রানী দাস।
পরিশেষে উৎসব মুখোর পরিবেশে কোমল মতি শিক্ষার্থীদের মাঝে নতুঁন বই বিতরণ করা হয়েছে।