কবিতার ঘ্রাণে শাণিত হোক আমাদের হৃদয় …………….মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত

 

আবদুল কাদির জীবন, সিলেট সিটি প্রতিনিধিঃ হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত বলেন, পুরনো বছরের সব হতাশা, গ্লানি আর জরাজীর্ণতা পেছনে ফেলে আগামীর দিনগুলো হবে সুন্দর ও সফলতার। বোনা হবে নতুন নতুন স্বপ্ন, নতুন এক শান্তিময় পৃথিবী। নব প্রত্যাশার ডানা মেলে ঝলমলিয়ে উঠবে নতুন দিগন্তের আলো। কবিতার ঘ্রাণে শাণিত হোক আমাদের হৃদয়। স্নেহ প্রীতি, মায়া মমতায় আর ভালোবাসায় গড়ে উঠুক আমাদের ভ্রাতৃত্বের বন্ধন।

তিনি গতকাল শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) সন্ধা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগারের ৮০৪ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুল। পঠিত লেখার উপর আলোচনা করেন কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি মকসুদ আহমদ লাল, ছড়াকার কবির আশরাফ, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন, কবি জুবের আহমদ সার্জন, কবি ফতুল করিম হাসান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন খালেদ আহমদ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:৫৯)
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১