রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানের পাহাড়তলী ইউনিয়নে কৃষি জমি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মান করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, পাহাড়তলী চৌমুহনীর উত্তর পাশে উনসত্তর পাড়া এলাকা ও পাহাড়তলী চৌমুহনী বাজারের দক্ষিন পাশে মহামুনি,পাহাড়তলী চৌমুহনী বাজারের উত্তর পাশে চুয়েট সংলগ্ন এলাকার পাশে রয়েছে বিপুল পরিমান ফসলী জমি।এক সময়ে এসব ফসলী জমিতে আমন ধান,শুস্ক মৌসুমে বোরো ধানের চাষাবাদ হতো। পাহাড়তলী ইউনিয়নের এসব এলাকার ফসলী জমি মাটি ভরাট করে একের পর এক নির্মান করা হচ্ছে আবাসিক ও বাণ্যিজিক ভবন। কৃষি জমি রক্ষায় সরকার কৃষি জমি ভরাট ও খনন করা নিষিদ্ধ করলেও সরকারের নির্দেশনাকে অমান্য করে পাহাড়তলী এলাকায় ফসলী জমি মাটি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মানের হিড়িক পড়েছে। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, পাহাড়তলীতে কৃষি জমি ভরাট করার কোন তথ্য আমার কাছে নেই । কৃষি জমি ভরাট করা হলে ছবি তুলে আমার কাছে পাঠান আমি খোজ নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।