হাতীবান্ধায় বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
শীতের কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে হালকা উঁকি দিচ্ছে নতুন দিনের সূর্য। মিঠেকড়া নরম রোদে নতুন বইয়ের গন্ধে উচ্ছল-মতোয়ারা লাল-সবুজ নীল কাপড় পরা শিশু শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি।
আজ রবিবার (০১ জানুয়ারি) জেলার হাতীবান্ধা উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি বিদ্যালয় গিয়ে বই বিতরন করেন প্রধান অতিথি হিসেবে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ।
এসময় বই বিতরণে মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘বই বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বছরের প্রথম দি‌ন থেকে পাঠদানে মনোযোগী করে তোলা হচ্ছে। এর মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম‌কে ভ‌বিষ্যতের জন্য গড়ে তোলা হবে। আর এভাবেই তৈ‌রি হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা‌দেশ।’

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১২:১৯)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১