চাঁদপুর সংবাদদাতাঃ চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র জোরপুকুর পাড় এলাকায় মাত্র ২৪ মাসের মধ্যে সর্বোচ্চ গুনগত মাননিয়ন্ত্রনে আরকে বিল্ডার্স এর `টিউলিপ গার্ডেন` এর ফ্লাট মালিকের কাছে চাবি হস্তান্তর করতে যাচ্ছে।
২০২৩ সালের প্রথমদিন বিকেলে ১৩টি ফ্লাটের চাবি হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত থাকবেন।
সাত তলা বিশিষ্ট `টিউলিপ গার্ডেন` এর কাজ শুরু হয় ২০২০ সালে ৩১ ডিসেম্বর। দ্রুততম সময়ে ভবনটি পূর্ণতা লাভ করে ২০২২২ সালের ৩১ ডিসেম্বর।
এরসাথে সাথে পুরবী মার্কেটের বিপরীত পাশ্বে আরজেড নাজিরা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নিদির্ষ্ট সময়ের মধ্যে সাত তলা তলা বিশিষ্ট ভবনটির ১০টি ফ্লাট ও মার্কেট বুঝিয়ে দেওয়া হবে।