মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে দিন ব্যাপী রামকৃষ্ণ সেবা আশ্রমের উদ্যোগে শ্রী রামকৃষ্ণ দেবের শুভ কল্পতরু উৎসব পালন করা হয়েছে।
উৎসবটি উপলক্ষে রোববার (১ জানুয়ারি) ফুলবাড়ী রামকৃষ্ণ সেবা আশ্রমে সকালে রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দের পূজো, ভক্তিগীতি এবং পাঠন অনুষ্ঠিত হয়।
পরে দুপুরে আশ্রম চত্বরে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের পূজ্যপাদ স্বামী বিভাত্নানন্দজী মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বামী কল্যাণনদানন্দ মহারাজ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বামী নামানন্দ মহারাজ, ডা. নিরঞ্জয় রায় প্রমুখ। শেষে বিকোলে হাজারো ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১