কবিতাঃ শীত – বি এম ওমর ফারুক 

ধরণীর বুকে আজ বহিছে হিমেল হাওয়া
নগ্ন গায়ে বাহির-পানে যায়না তো যাওয়া।
শীতের আগমন বার্তা জানান দেয় অতিথি পাখি
প্রভাতের সূর্যটা ঘন কুয়াশায় রাখে ঢাকি।
সবুজ রবিশস্যের জন্য উত্তম শীতের হাওয়া,
আরো উত্তম রসের হাড়ি পেড়ে ফিন্নি করে খাওয়া।
কত মূল্যবান কাগজ পুড়িয়ে একটু উষ্ণতা খুজে
ফুটপাতে শুয়ে থাকা টোকাইদের কষ্ট ক’জনা বুঝে।
শীতের প্রচন্ড প্রকোপ ঠক ঠক ঠক সর্বাঙ্গ দোলায়
অপূর্ব সৌন্দর্য জমে থাকা শিশির কণা -এ মন ভোলায়।
নদীতে নেই উত্তালতা মানুষের মাঝে নেই চঞ্চলতা
আছে নিত্যসঙ্গী হয়ে বেকারত্ব ক্ষুধা দারিদ্রতা।
নবান্নের পিঠা তৈরি গ্রাম বাংলার আদি রেওয়াজ
অন্ন বস্ত্র বাসস্থানের নেই কোন আওয়াজ।
বিত্তবানদের ই যত চাওয়া পাওয়া খাওয়া
বিত্তহীনদের এ শীতে কিছুই কি নেই পাওয়া?
লেখালেখি শীতার্ত মানুষের ভরে না তো মন,
যতক্ষণ না আসবে পশমি কাপড়ের উষ্ণ আলিঙ্গন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ২:৩৬)
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০