লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে মিলল ৮টি ইলিশ

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ধরা পড়েছে ইলিশ। জাল ফেলতেই উঠে এলো ৮টি জাটকা ইলিশ মাছ। প্রতিটি ইলিশ ৬-৮ ইঞ্চি আকারের। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। একেকটি ইলিশের ওজন প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম। এসব ইলিশ নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে লাইভ দেওয়া হয়।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এতে ৮টি জাটকা ইলিশ উঠে আসে। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন।

গত বর্ষা মৌসুমে মেঘনার অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চলে প্লাবিত হয়। ধারণা করা হচ্ছে পুকুরটি নদীর কাছে হওয়ায় জোয়ারের সময় পুকুরটিতে ইলিশের পোনা ঢুকে পড়ে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে।

মাকসুদুর রহমান মানিক বলেন, ইলিশগুলো রান্না করে খাওয়া হয়েছে। পুকুরে আরও জাটকা থাকতে পারে বলে মনে করছেন পুকুর মালিক।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি। নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়। তখন ওই পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। সেখান থেকেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে। এছাড়া অন্য কোনোভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না।

যুগান্তর

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:০৫)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১