ফুলবাড়ীতে তিব্র শীতে জনজীবন অতিষ্ট, বিপাকে নিম্ন আয়ের মানুষ

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেষা দিনাজপুরের ফুলবাড়ীসহ আশপাশের এলকায় পড়েছে তীব্রশীত ও ঘনকুয়াশার সাথে মৃদু শৈত্য প্রবাহ। কুয়াশার কারনে সারা দিনেও দেখা মিলছেনা সূর্য্যর আলো,ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভব হচ্ছে। রাস্তায় যানবহন গুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেনা মানুষ।
ঘনকুয়াশায় রাস্তাঘাট দেখা না যাওয়ায়, রহ রহ ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।
এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বাজারে গরম কাপড়ের দাম বেশি হওয়ায় কড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষেরা।
এদিকে ঘনকুয়াশায় বেড়েছে সড়ক দুর্ঘটনা।
এদিকে উপজেলার কৃষকরা বলছেন এখন বোরো চারা বীজতলা তৈরীর সময়, এসময় অতিরিক্ত কুয়াশা দেখা দিলে বীজতলা তৈরী করা কঠিন হয়ে পড়বে, এতেকরে বোরো রোপনে বিঘ্ন ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।
তবে সে আশঙ্কা নাকচ করে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন অধিকাংশ বীজতলা ইতোমধ্যে তৈরী হয়ে গেছে, বীজ চারাও বড় হয়ে গেছে এ কুয়াশা তেমন কোন ক্ষতির কারণ হবেনা বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ২:০৪)
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ