রাউজানে মানবতার সংগঠনের শীতবস্ত্র বিতরণ

 

রাউজান প্রতিনিধি:
চট্টগ্রাম মানবতার সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি)রাউজান পৌর ৭নং ওয়ার্ডের শাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিপাহী মোস্তাফা কামাল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন। তিনি বলেন, প্রবাসে থেকে দেশের গরীব-দুঃখীদের খবর নেওয়ার জন্য প্রতিষ্ঠিত অনলাইন ভিত্তিক চট্টগ্রাম মানবতার সংগঠন অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন। এটা প্রশংসনীয় উদ্যোগ।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম মানবতার সংগঠনকে ধন্যবাদ জানান তিনি। অনলাইন ভিত্তিক চট্টগ্রাম মানবতার সংগঠনের জাব্বার ও সুমনের উদ্যোগে অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মানবতার সংগঠনের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মানিক। প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন চট্টগ্রাম মানবতার সংগঠনের চেয়ারম্যান জহির, এডমিন জামশেদ, সভাপতি খোকন, সাংগঠনিক সম্পাদক আবেদ, সাধারণ সম্পাদক নুর উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মামুন, প্রচার সম্পাদক রাহাত, ধর্ম সম্পাদক নুর উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন আবদুর রহমান, মহিউদ্দিন, আসির রাফি প্রমুখ। পরে নানা বয়সী অর্ধ শতাধিক নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ। চট্টগ্রাম মানবতার সংগঠনের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মানিক বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে এসেছি। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৮:১৮)
  • ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১