রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে টি টুয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাউজান কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন,রাউজানে স্পোর্টস একাডেমী প্রতিষ্ঠা করে তরুনদের ফুটবল, ক্রিকেট, ভলিবল,ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলিত দায়িত্ব) রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, মো. আরিফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উসমান গণি রানা।এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দএসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।