মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধিনায়ক,লেঃ কর্নেল আলমগীর কবির,পিএসসি।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার
৩নং কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত অধীনস্থ রসুলপুর এবং আমড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকাযর ৫শ দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রসুলপুর ও আমড়া সীমান্ত ফাঁড়ি এলাকার ২৯০ জন গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক,লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।
এসময় ৩ নং কাজিহাল ইউপি সদস্য আবুল কাশেম মহিলা ইউপি সদস্য মোছাঃ আনজু আরা বেগম ২৯বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১