স্টাফ রিপোর্টারঃ
হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন।
গতকাল ১৪ জানুয়ারী শনিবার বেলা ১২টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝেরচর ও চেয়ারম্যান বাজারসহ বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরনকালে বাজার কমিটির সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল নেতা মানিক হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক শাহনেওয়াজ খান, ইউপি সদস্য রতম চৌকিদার, সাবেক সদস্য হাকিম প্রধানিয়া, বিএনপি নেতা মহর আলী মোল্লা, ইকবাল সরকার, আলাউদ্দিন শিকদার, যুবনেতা ফারুক খানসহ জেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা।