রাউজান প্রতিনিধি:
সন্ত্রাস দমন ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশেকে সক্রিয় রাখতে রাউজান থানা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী মঙ্গলবার বিকালে পুলিশের মহড়াটি শুরু হয় রাউজান থানা থেকে। মহড়াটি রাউজান উপজেলা সদর চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক হয়ে জলিল নগর বাস ষ্টেশন হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক ও রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে আবারো রাউজান নোয়াপাড়া সড়ক পশ্চিম গুজরা মগদাই, কাগতিয়া, হয়ে রাউজান উপজেলা সদর হয়ে রাউজান থানায় এসে শেষ হয়। রাউজান থানা পুলিশের এই মহড়ায় নেতৃত্ব দেয় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। জানা যায়, রাউজানকে সন্ত্রাসমুক্ত রাখতে রাউজান থানার পুলিশ সক্রিয় ভুমিকা রেখে আসছে। ইতিমধ্যে রাউজান থানা পুলিশ রাউজানের নোয়াপাড়ায় অভিযান চালিয়ে আত্মগাপনে থাকা শীর্ষ সন্ত্রাসী ফজল হকের সহযোগী শীর্ষ সন্ত্রাসী কামরুল হাসান টিটু, আবছার ও সাদ্দামকে বিপুল পরিমান অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া ও রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পুরিমান মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাউজানে কোন সন্ত্রাসী সাধারন মানুষকে জিম্মি করতে সম্ভব না হয় সেজন্য পুলিশ নিয়মিত সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ছিল। সন্ত্রাসের জনপদকে শান্তির জনপদে পরিণত করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। তিনি আইন শৃংখলা বাহিনীকে সহায়তায় করার কারনে শান্তির জনপদে পরিণত করতে আমরা সক্ষম হয়েছি। এই শান্তির জনপদ রাউজানকে একটি মহল আবারো অশান্তির জনপদে পরিণত করতে প্রচেষ্টা করছে। তিনি বলেন, রাউজান থানা পুলিশ রাউজানকে সন্ত্রাসের জনপদ করতে দেওয়া হবেনা।