নিজস্ব প্রতিবেদক:
‘আসুন শীতার্থদের পাশে দাঁড়াই’- এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র ও সাংবাদিক ক্লাবের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় ক্লাবের কার্যালয়ে চাঁদপুর শহরে পত্রিকা বিলিকারকদের মাঝে এ শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসনে, সাংগঠনিক সম্পাদক কে.এম. মাসুদ, সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী।
শীতবস্ত্র বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি প্রতিজন ধনাঢ্য ব্যক্তি, রাজনীতিক সামাজিক সংগঠন যদি অসহায় শীতার্তদের পাশে শীতকাপড় নিয়ে দাঁড়ান, তাহলে শীতের কামড় থেকে বহু অসহায় দুঃস্থ মানুষ বেঁচে যায়। তারা বলেন, আমরা আশা করবো, শীতসহ যে কোন দুর্যোগ দুর্বিপাকে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন।