,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে রান্নার চুলা থেকে আগুন লেগে চার পরিবারের বস্ত ঘর পুড়ে ছাই হয়েছে।গতকাল ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগর পাড়া সফর আলী সওদাগরের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান রান্না ঘরের চুল থেকে অগ্নিকান্ডের সুতপাত হয়। ক্ষতিগ্রস্তরা হলেন শুক্কুর, বাহাদুর, বাচা, ওমার ফারুক।তাদের টিনের ছাউনি ও বাশের বেড়ার ঘরের মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় বলে উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানান ।