অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় আদালতের রায়ে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কর্তৃপক্ষ।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় জমির মালিক মোঃ আকবর আলি মন্ডলকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, নওগাঁর মান্দা উপজেলার সতিহাটের সাত বাঠিয়া মৌজায় মোঃ আফছার আলি মন্ডল এর কাছে অবৈধ ভাবে দখলে থাকা ৬৯ শতক জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন মোঃ আকবর আলি মন্ডল।
এ মামলায় র্দীঘ শুনানি শেষে ২০২২ সালে আদালত মোঃ আকবর আলি মন্ডল এর পক্ষে ডিক্রি ঘোষণা করেন।
এরপর চলতি বছর আদালত ফের চূড়ান্ত ডিক্রি ঘোষণা করেন। শনিবার ওই ডিক্রির প্রেক্ষিতে আদালত কর্তপক্ষ সরেজমিনে জমিতে গিয়ে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে জমির মালিককে দখল বুঝিয়ে দেন।
এ সময় এ্যডভোকেট মোঃ মুসা, মোঃ খাইরুল আলম বাপ্পি, জেলা জজ আদালতের নাজির মাইনুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।