কাতারে কুরআন-সুন্নাহ পরিষদের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ
কাতারের আল আরাবী স্পোর্সট ক্লাব মিলনায়তনে প্রতিবছরের ন্যায় এবারও বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কাতারস্থ বাংলাদেশ কুরআন-সুন্নাহ পরিষদ ।
গত শুক্রবার বিকালে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ক্বেরাত, ইসলামী সঙ্গীত, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, অভিনয়, লিখিত ও মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মেধাবীদের মধ্যথেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক এইচ. এম. ইব্রাহিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা রশীদ চৌধুরী ও জুবের আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইনতেখাব বিন ইউসুফ শিহাব, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমাদ হোসাইন সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বিকাল সাড়ে তিনটায় কোরআন তেলাওয়াততের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও আলহেরা শিল্পীগোষ্ঠীর একঝাঁক তরুণ সদস্যের মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে শেষ হয়।
সভাপতি মহোদয় বিজয়ীদের অভিনন্দন জানান এবং সকলের আন্তরিক উপস্থিতির জন্য সংগঠনের পক্ষ থেকে ধনবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:২৮)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০