মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ এর অফিস সহায়ক মো. হাসান আলীর চাকরি থেকে অবসর জনিত বিদায় সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজের শিক্ষক কমন রুমে বিদায় সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।
সহকারী অধ্যাপক মো. মোকাররম হোসেন বিদু্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন স্বপন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইলিয়াছুর রহমান শাহ, প্রভাষক আসাদুদ্দৌলা সুইট, প্রভাষক চন্দনা রানী, মাসুমা পারভিন প্রমুখ।
শেষে অবসর গ্রহণকারী অফিস সহায়ক মো. হাসান আলীকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণ। এসময় শিক্ষক-কর্মচারীসহ অতিতে অবসর গ্রহণকারি শিক্ষক-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১