জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা ও তদনিম্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে এক দিনের উদ্বুদ্ধকরণ কর্মশালা হয়েছে।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ওই কর্মশালা হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শেরপুরের উপ-পরিচালক রায়হানুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা সানজিদা আফরিন।
ভার্চুয়ালি বক্তব্য দেন পরিবার পরিকল্পনা ময়মনসিংহের বিভাগীয় পরিচালক আব্দুল আওয়াল।
আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি দিদারুল আল আমিন।