আবদুল কাদির জীবন, সিলেট মহানগর প্রতিনিধি : ইংরেজি ম্যাগাজিন ‘,দ্য আর্থ অব অটোগ্রাফ’ এর সম্পাদক ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের জন্মদিন ও ম্যাগাজিনের ৯বম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারী ২০২৩) রাত ৭ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানাস্থ সিলেট মোবাইল পাঠাগারের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মোবাইল পাঠাগারের সচিব এডভোকেট আব্দুস সাদেক লিপন, সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য ছয়ফুল আলম পারুল, দ্য আর্থ অব অটোগ্রাফ সম্পাদক ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবন, ঔপন্যাসিক সিরাজুল হক ও শিক্ষক সৈয়দ রেজাউল হক, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, ছড়াকার কবির আশরাফ, কবি জেনারুল ইসলাম, ছড়কার নাঈমুল ইসলাম গুলজার, কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার সাজিদুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আতিকুর রহমান রুয়েব, ছড়াকার ফতুল করিম হাসান, কবি কামাল আহমদ প্রমুখ।
আবদুল কাদির জীবন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটি’ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স (সম্মান) পাশাপাশি ইসলামি আরাবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে হাদীস বিভাগে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন।
ইতিমধ্যে আবদুল কাদির জীবনের ‘দুঃখ নাচে সুখের কাছে (ছড়াগ্রন্থ-২০১৯), ও ‘লিডিং ইউনিভার্সিটি প্রিয় প্রাঙ্গণ’ (প্রবন্ধগ্রন্থ-২০২৩) দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য : সিলেটের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে ‘ প্রবন্ধে কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার ২০২২’ ও বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সামাজিক সংগঠন “সুবাস” থেকে ইংরেজি ম্যাগাজিন “দ্য আর্থ অব অটোগ্রাফ” সম্পাদনায় বিশেষ অবদানের জন্য “সুবাস পদক-২০২০’ অর্জন করেন আবদুল কাদির জীবন।