চামতলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চামতলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত প্রত্যক্ষ ভোটদানের মধ্যদিয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। চামতলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে নারী ও পুরুষ মিলে মোট ভোটারের সংখ্যা ৪শত ৯৫জন। এর মধ্যে দাখিল শাখায় ৪শত ১জন ও এবতেদায়ী শাখায় ৯৪জন ভোটার।

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (দাখিল শাখায়) তিনটি আসনের বিপরীতে লড়াই করেন ছয়জন প্রার্থী। এর মধ্যে মোঃআব্দুল মজিদ ১৮১ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন নাসির উদ্দীন ১৫২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান ও মোঃআব্দুল হালিম ১৪৮ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন ।

অন্যদিকে অভিভাবক প্রতিনিধি (এবতেদায়ী শাখায়) একটি আসনের বিপরীতে লড়াই করেন দুই জন। যার মধ্যে মোঃগিয়াস উদ্দিন ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সংরক্ষিত মহিলা আসনে বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্যা ছালেহা বেগম। বিকেল ৫টায় ভোট গননা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ এই ফলাফল ঘোষণা করেন।

এদিকে সকাল থেকেই লাইনে দাড়িয়ে নিজেদের পছন্দের প্রর্থীদের ভোট দিয়েছেন ভোটররা। শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে হয়েছে ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনে এএসআই তাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্য ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক কেন্দ্রে উপস্থিত ছিলেন। কেন্দ্র পরিদর্শন করেছেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, চামতলা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল হকসহ পুপার মাওলানা আব্দুল মুখিত।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:২৩)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১