ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি ইজাজুল হক,সম্পাদক আরজু বেগম

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইজাজুল হক’কে সভাপতি ও আরজু বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পত্রিকা বিক্রেতা ইজাজুল হক।
এতে নারী পত্রিকা বিক্রেতা আরজু বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ,ফটো সাংবাদিক কাজী আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ইজাজুল হক কে সভাপতি ও আরজু বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের ৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আশরাফ আলী,সহ-সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী,কোষাধ্যক্ষ মোনাফ আলী,দপ্তর সম্পাদক তরুণ কুমার,নির্বাহী সদস্য মো. আব্দুল জব্বার,মোয়াজ্জেম হোসেন,মাহফুজ আল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,সংবাদপত্রের ভিত হলো পত্রিকার হকাররা। তারা আছেন বলেই রোজ সকাল সকাল পত্রিকা পৌঁছে যায় পাঠকের হাতে । এতে পাঠকের তৃপ্তি মেটে। পত্রিকা হকারদেরকে ছেড়ে সংবাদ জগৎ এগিয়ে যেতে পারেনা। তাই পত্রিকা হকারদের কথা ভাবতে হবে পত্রিকা অফিসগুলোকে। পত্রিকা হকারদের নিজস্ব দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই সংগঠনটি একটি শক্তিশালী ভূমিকা রাখবে।

প্রেরক:
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল :০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১২:৫৮)
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ