জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ২০২১-২২ অর্থবছরে কৃষি উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখায় সেরা উপসহকারি কৃষি কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। সেই সাথে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে ডিজিটাল আইডি কার্ড।
২০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই পুরস্কার প্রদান করা হয় ।
পুরস্কার প্রদান ও ডিজিটাল আইডি কার্ড বিতরণ উপলক্ষে উপজেলা কৃষি অফিস আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস।
আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহমেদ ও অতিরিক্ত উপপরিচালক (উদ্বিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. অলি উল্লাহ ও মো. আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।
অনুষ্ঠানে উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম, আতিকুর রহমান, এস এম মনির হাসান, মো. হুমায়ুন কবীর ও মো. অলি উল্লাহকে সেরা উপসহকারি কৃষি কর্মকর্তা, মো. মশিউর রহমানকে সেরা জ্যেষ্ঠ উপসহকারি কৃষি কর্মকর্তা এবং এম এ সামাদকে উদীয়মান সেরা কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া নাইটগার্ড আব্দুর রশিদকে সেরা অফিস স্টাফ হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।