রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা মঙ্গলবার সকালে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর রাউজান জলিল নগরস্থ কাজী প্লাজা মাকের্টের ২য় তলায় রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন
রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, যুগ্ন সম্পাদক লোকমান আনচারী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া প্রমুখ ।