মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ করা হয়েছে।
বুধবার (২২শে ফেব্রæয়ারী) দুপুর ১২ টায় বেতদিঘি ইউনিয়নের সিদ্দিশী উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু,উউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদানসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিসহ অন্যন্য অতিথিদ্বয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রেরক:
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল : ০১৭৭০০৭০১১১