নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলী(৬৭)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।
বুধবার (২২ ফেব্রুয়ারী )বিকাল ৫টায় উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলীকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) দেবদুলাল ধর, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক,সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মুক্তিযুদ্ধকালীন বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার, উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, মাটিভাঙ্গা ইউনিয়নের দুবারে ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।