মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :
ফকিরহাটে যথা যথা মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭-৩০ মিনিটে ফকিরহাট ডাকবাংলা মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন,নবলোক পরিষদ,ফকিরহাট অনলাইন প্রেসক্লাব, ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতি, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনার চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড বিধান কান্তি হালদার, কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের ফকিরহাট ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাসুর রহমান সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।