শহর কেন্দ্রিক বইমেলার পাশাপাশি পাড়ায় পাড়ায় বইমেলা ছড়িয়ে দিতে, শিশু কিশোরদের মন মগজে বইয়ের আগ্রহ সৃষ্টি করতে, বইয়ের ঘ্রাণের সাথে পরিচয় করিয়ে দিতে পতেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপি পতেঙ্গা একুশে বইমেলা ২০২৩।
পতেঙ্গার স্থানীয় ছয়টি সংগঠন আমরা পলাশ, মাইজ পাড়া কিশোর একাদশ, আনকোরা, বীর মুক্তিযোদ্ধা এড. মো. জানে আলম ফাউন্ডেশন, মাইজ পাড়া একাদশ ও ছোটদের পত্রিকা “ছুটি”র উদ্দোগে এই আয়োজনে ছয়টি বুকস্টল, বেইক এন্ড বাইক ও বাংলাদেশ ফুডস নামে দুটি হোম মেড খাবারের স্টল ছিলো।
বইমেলার উদ্বোধন করেন বিখ্যাত চিত্রশিল্পী উত্তম সেন, মঞ্চে ছিলেন চিত্রশিল্পী অজয় সেন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির চারুকলার প্রশিক্ষক সাদিয়া আকতার, সংস্কৃতি কর্মী কাবেরী আইচ, বীর মুক্তিযোদ্ধা ফসিউল আলম,পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ রেজা নুর, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছালে আহমদ চৌধুরী, মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, নাছির আলম, এস এম মহিউদ্দিন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, ওয়াহিদ হাসান, সেকান্দর আজম, মাজহারুল আলম তিতুমির, জাইদুল ইসলাম দুর্লভ, মো. ইকরাম,আমিনুল ইসলাম, হাসান আল মাহমুদ রাহাত , সাইফুল আলম সুমন ও মানিক
উদ্বোধনের পর হতে রাত ৯টা পর্যন্ত মানুষের উপচে পড়া ভীড় সামলাতে আয়োজকদের রীতিমতো হিমসিম খেতে হয়েছে। এতো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা লোকে লোকারন্য হয়ে যায়। মেলা স্থলে বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় ছিলো আনন্দ উৎসব উচ্ছ্বাস।
দুই দিনে প্রায় সত্তর হাজার টাকার বই বিক্রি হয়।
বইমেলার পাশাপাশি সকালে প্রভাত ফেরী, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একক ও দলীয় সংগীত, স্বরচিত লেখা পাঠ, আলোকচিত্র প্রদর্শনী, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।