চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে মহান একুশে ও আর্ন্তরজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে “আমার ভাষার ছবি” নিয়ে বিকেল ৫টা হতে সন্ধ্যা ৭ টায় মোট ৫ টি স্বল্প দৈর্ঘ সিনেমা প্রদর্শিত
হবে। সিনেমাগুলো হলো; উড়বে পতাকা, আমরা তোমাদের ভূলবনা, আগামী, সুচনা এবং শরৎ ৭১।
আগ্রহীদেরকে হলে প্রবেশের পূর্বে আমন্ত্রণ পত্র সংগ্রহের জন্য চলচিত্র কেন্দ্রের পক্ষ হতে অনুরোধ জানিয়েছেন ।