সোনারগাঁয়ে পরিত্যক্ত বিল্ডিং এ অবৈধ জুস ফ্যাক্টরি

মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি পরিত্যক্ত কারখানার তিন তলা বিল্ডিং ভাড়া নিয়ে সরকারি অনুমোদন বিহীন জুস ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে, নির্জন নিরিবিলি ভৌতিক পরিবেশে অবৈধ এই জুস ফ্যাক্টরি থেকে প্রতিদিন বিপুল পরিমাণের জুস বাজারজাত করছেন। জুস ফ্যাক্টরির ভিতরে গিয়ে কোন ফলের সন্ধান পাওয়া যায়নি, শুধু কেমিক্যাল দিয়ে তারা ম্যাংগো জুস, অরেঞ্জ জুস ও লিচুর জুস তৈরি করছেন।
তারা কাশফুল ও মামা ব্রান্ডের নামে সরকারি অনুমোদন ছাড়া জুস বাজারজাত করছেন। ফ্যাক্টরির ভিতরে বাহিরে কোন ধরনের সাইনবোর্ড নেই। জুসের কার্টুনের গায়ে লেখা ওয়েলকাম স্টার ফুড এন্ড বেভারেজ লিমিটেড, সোনারগাঁও নারায়ণগঞ্জ।
অবৈধ জুস ফ্যাক্টরি তত্ত্বাবধানকারী রাকিব জানান, আমরা সরকারের অনুমোদনের জন্য চেষ্টা করে যাচ্ছি।
তাদের প্রস্তুতকৃত জুসের সম্বন্ধে জানতে চাইলে, তিনি বলেন বড় বড় কোম্পানি যেভাবে জুস তৈরি করে আমরা সেভাবেই জুস তৈরি করি,কোন জুসেই ফলের সন্ধান পাবেন না, সব জুসই কেমিক্যাল দিয়ে তৈরি হয়। আমরাও সেই ভাবেই কেমিক্যাল দিয়ে জুস তৈরি করে থাকি।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সজিব রায়হান জানান,এই সমস্ত কেমিক্যালের জুস মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ সমস্ত ক্ষতিকর কেমিক্যালের জুস খেলে মানবদেহের কিডনি বিকলসহ ক্যান্সার এর মতো রোগ হতে পারে। তাই স্থানীয় প্রশাসনের উচিত এই সমস্ত অবৈধ জুস ফ্যাক্টরি গুলি দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:৫৯)
  • ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ