ফুলবাড়ীতে জাতীয় বীমা দিবস পালিত

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
জীবন বীমা ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেরারম্যান মঞ্জুরায় চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মানিক রতন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল, আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায় প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম প্রগতি লাইফ ইন্সুয়েরেন্সের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় চারজন বীমা দাবিদারকে তাদের দাবির অর্থ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। সভায় গণমাধ্যমকর্মীরাসহ বীমা কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীমা গ্রহীতাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

প্রেরক :
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:- ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:১৯)
  • ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১