মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেরারম্যান মঞ্জরায় চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মানিক রতন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল,আনসার ভিডিপি কর্মকর্তা রীতা রায় প্রমুখ। সভায় গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সুধিজন উপস্থিত ছিলেন।
প্রেরক :
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:- ০১৭৭০০৭০১১১