সাব্বির হোসেন রনি :
নিজস্ব প্রতিবেদন।
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় বদলাগাড়ী গ্রামে একটি পুকুরে বিষের ট্যাবলেট প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী ) গভীর রাতে উপজেলার বদলাগাড়ী গ্রামের এলাকার মৃত আব্দুল সাত্তার সরকারে ছেলে পুকুরের মালিক মোঃ আব্দুল হালিম সরকারে পুকুরে এ ঘটনা ঘটে।
সে বর্তমান ঢাকায় থাকে।পুকুর দেখাশোনা করেন তার মেজো ভাই মোঃ আব্দুল হামিদ সরকার।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
মোঃ আব্দুল হামিদ সরকার বলেন, প্রায় ৫০ শতাংশ জমির উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।
এবার পুকুরে রুই কাতলা তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় দের লক্ষ টাকা খরচ হয়েছে।
কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
পুকুরের মালিকের ভাই মোঃ আব্দুল হামিদ সরকার জানান,তিনি সকালে খবর পায় যে পুকুরে মাছ গ্যাসের জন্য মারা যাচ্ছে। পরে পুকুরের পাড়ে বিষের ট্যাবলেট পড়ে থাকতে দেখেন। পুকুরে বিষের ট্যাবলেট প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।