চাঁদপুরে মডার্ন শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:চাঁদপুর পৌরসভার ব্যাংক কলোনি মডার্ন শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২ মার্চ বৃহস্পতিবার সকালে মর্ডাণ শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পূর্বে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম।
মডার্ণ শিশু একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুক এর পরিচালনায় ও উপাধ্যক্ষ মঞ্জউমা হকের সার্বিক তত্ত্বাবধানে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক গন অংশ নেন।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল বালক, বালিকাদের চকলেট দৌড়, মার্বেল কুড়ানো, ভারসাম্য দৌড়, পোষাক পড়া, এক পায়ে দৌড়ানো,চামচের মধ্যে মার বেল রেখে দৌড়ানো, সুঁই সুতা গাঁথা,দড়ি লাফ, হাঁড়ি ভাঙ্গা, বল নিক্ষেপ সহ বিভিন্ন ইভেন্ট।
প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল বেলুন ফুটানো ও বালিস পাস খেলা করা।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং মডার্ন শিশু একাডেমীর অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্ল্যাহ ইউসুফী, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, অভিভাবক সদস্য মোঃ মামুনুর রশিদ, নিপু প্রমুখ।
এসময় শিক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীর সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন,ফাহিমা আক্তার, জেছমিন আক্তার, নাজমুল ইসলাম, শাহানারা আক্তার, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস মিলি, শাহাজান পারভিন সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:৫০)
  • ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০