সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে শাহজীবাজার এলাকায় রঘুনন্দন পাহারের ঘাঁ ঘেষা রিয়াজনগর গ্রাম নামক স্থানে হযরত ক্বারী ছিফত উল্লাহ্ (রঃ) এর মাজার শরীফ অবস্থিত। সেখানে প্রতি বছর ফাল্গুন মাসের ২০ তারিখ পবিত্র বাৎসরিক উরস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় আসছে আগামী ৫ই মার্চ ২০২৩ ইংঃ রবিবার ২০শে ফাল্গুন ১৪২৯ বাংলা, হযরত ক্বারী ছিফত উল্লাহ্ (রঃ) এর মাজার শরীফ প্রাঙ্গনে পবিত্র বাৎসরিক উরস মোবারক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে মাজার শরীফের বর্তমান খাদেম মোঃ মুক্তার হোসেন প্রতিবেদককে জানান, প্রতি বছর মাজার শরীফের উরস উপলক্ষে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে দেশ বরেন্য উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা, জিকির, মিলাদ, এবং বিশ্বের সকল মানব জাতির শান্তি কামনায় দোয়া ও তবারকের আয়োজন করেন।
তিনি আরো ও জানান এই উরস মোবারক ও দোয়া মাহফিলে স্থানীয়রা সহ বিভিন্ন এলাকা থেকে ভক্ত, আশেকান, মুরিদানরা আসেন। মাজার প্রাঙ্গনে নিরাপত্তার জন্য এলাকাবাসী সহ থানা পুলিশ ও সহযোগিতা করেন।
উক্ত বাৎসরিক উরস মোবারক ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলকে দাওয়াত ও করেন তিনি।