জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ‘তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
৬ মার্চ সোমবার বেলা ১১টার দিকে পৌরশহরের হাসপাতাল মোড়ে মৌলভী মার্কেটে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের।
উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মাহমুদুল হাসান, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষ জানান অভিজ্ঞ টেকনোলজিস্ট দিয়ে পরিচালিত সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি থেকে উত্তম সেবা প্রদানের লক্ষ্যে রয়েছে অটোমেটিক সেল কাউন্টার, বায়োকেমিস্ট্রি এনালাইজার, হরমোন এলাইজা মেশিন, কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফি, ই.সি.জি, প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার সেবা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। তাছাড়া ২৪ ঘন্টা চালু থাকবে ৫০০ MA ডিজিটাল এক্স-রে।