মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মডার্ন শিশু একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ই মার্চ মঙ্গলবার সকালে মডার্ণ শিশু একাডেমি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মডার্ণ শিশু একাডেমির অধ্যক্ষ জেসমিন আক্তার এর সভাপতিত্বে ও হাইমচর কলেজের সাবেক অধ্যাপক মুকবুল মাষ্টারের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর মহাবিদ্যালয় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবেরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক, পরিচালক কামরুল হাসান সহ শিক্ষক,অবিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।