ঐতিহাসিক ৭ই মার্চ: এক তর্জনীতে সেদিন জেগে উঠেছিল পুরো বাঙালি জাতি….. মফিজুর রহমান বাবুল

 

মোঃ হোসেন গাজী।

হাইমচর উপজেলার চরভৈরবী উচ্চ বিদ্যােলয়ের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ‍উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। এছাড়া, ৭ই মার্চের ভাষণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চরভৈরবী উচ্চ বিদ্যারলয়ের প্রধান শিক্ষক ও হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র, সহকারী শিক্ষক তাইজুদ্দিন সরদার, ফারুকুল ইসলাম গাজী, সেলিম বেপারী, লিটন কুমার, কৃর্ত্তনীয়া সহ বিদ্যালয়ের সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।

৭ই মার্চ উপলক্ষে চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং হাইমচর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দুইবারের শ্রেষ্ঠ সভাপতি মফিজুর রহমান বাবুল তিনি বলেন চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্প্রচার করা হয় এবং ঐতিহাসিক ৭ই মার্চ ‍উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। এছাড়া, ৭ই মার্চের ভাষণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মফিজুর রহমান বাবুল তিনি আরো বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। আজ মঙ্গলবার ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের রূপরেখা ঘোষণা করেন এবং জাতিকে সর্বাত্মকভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ আজ জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:৪০)
  • ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০