রাউজান প্রতিনিধি:
রাউজান সার্বজনীন শ্রী শ্রী রাসবিহারী ধামের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব, পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) রাউজান পৌর এলাকার রাসবিহারী ধাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত। সঞ্চালনায় প্রীতম দাশ গুপ্ত, অনিক দাশগুপ্ত বিশেষ অতিথি ছিলেন শিক্ষক অনুপম দাশ গুপ্ত সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বলকান্তি দাশ গুপ্ত,প্রমোথ দাশ গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আসিফ, । উপস্থিত ছিলেন সাবের হোসেন, তানভীর চৌধুরী, নাছির উদ্দীন, তৌহিদুল ইসলাম,সহ আরও অনেকে।