শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন এই শ্লোগানে সারাদেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার লোকমান হোসেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার,মহিলা বিষয়ক কর্মকতা নাসিমা পারভীন, অফিসার ইনচার্জ শাহা আলম , হাতীবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরল হক,মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সহসভাপতি রকিবুল হাসান রিপন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর কর্মকর্তা আজমিন নাহার সুশীল সমাজের নেতৃবৃন্দ এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।