রাউজানে পতিত জমিতে বেড়েছে চাষাবাদ- অপরদিকে কৃষি জমি ভরাট কাজে বেপরোয়া হয়ে উঠেছে মাটি খেকোরা

 

রাউজান প্রতিনিধি:

রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় কৃষি কর্মকর্তা কৃষকদের উৎসাহিত করে পতিত জমিতে চাষাবাদ করতে।এবার রাউজানে বেশিরভাগ পতিত জমিতে চাষাবাদ করে কৃষকরা।একদিকে কৃষকদের মাঝে চাষাবাদের আগ্রহ বাড়লেও অপরদিকে কমছে কৃষি জমি। সন্ধ্যায় হলে মাটি খেকোরা ট্রাক করে রাউজানের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে কৃষি জমি ভরাট শুরু হয়,ভোর হওয়ার আগে আগে শেষ হয় ভরাট কাজ।উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কৃষি জমি ভরাট বন্ধে তৎপর থাকলেও কিছুতেই ঠেকানো যাচ্ছে না মাটি খেকোদের। প্রতি দিন সন্ধ্যার পর মাটি খেকোরা বেপরোয়া হয়ে উঠে কৃষি জমি ভরাট কাজে। সরেজমিনে দেখা গেছে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের রাম বাজারের পিছনে একটি পুকুর খনন করে বিভিন্ন স্থানে কৃষি জমি ভরাট করা হচ্ছে। বিনাজুরি ইউনিয়নে পশ্চিম ঈদুলপুর বড়ুয়ায় পুকুর খনন করে মাটি বিক্রি করা হচ্ছে। রাউজান পৌর এলাকাও পাহাড় টিলা কেটে রাতে ট্রাক ভর্তি করে মাটি বিক্রি করা হচ্ছে।এসব যাচ্ছে মাটি কৃষি জমি ও জলাশয় পুকুর ভরাট কাজে।বর্তমান সরকার কৃষকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করায় চাষাবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার ঘোষণায় রাউজানে ব্যাপক চাষাবাদ হয়েছে। রাউজানের সংসদ সদস্য সার-বীজসহ কৃষি উপকরণ ও কৃষি যন্ত্রপাতি প্রদান করে কৃষকদের উৎসাহিত করছেন। রাউজান উপজেলাকে খাদ্য সয়ংসম্পূর্ণ রাখতে অনেক আগেই তিনি কৃষি জমি ভরাট বন্ধের পাশাপাশি চাষাবাদে আগ্রহ বাড়াতে কাজ করছেন। উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা যায়, কৃষি জমি ভরাট করে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। কৃষি জমি রক্ষায় রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করছেন। তথ্য পেলেই ব্যবস্থা গ্রহণ করছেন তারা। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন‘এমপি স্যারের নির্দেশনায় আমরা কৃষি জমি রক্ষায় কাজ করছি। পাশাপাশি কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামা সিকদার বলেন, কৃষি জমি খনন ও ভরাট করা নিষেধ। যে সব এলাকায় কৃষি জমি ভরাট ও কৃষি জমি থেকে মাটি খনন করা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:৪৯)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০