স্টাফ রিপোর্টারঃসরকার ঘোষিত গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা মেঘনায় ৯০ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম ঘোষনা করে, তারই ধারাবাহিকতায় বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাবর আলী খানের নেতৃত্বে গত গত ২৪ ঘন্টায় মেঘনা নদীর বিভিন্ন স্থান হইতে জাটকা সংরক্ষন অভিযান পরিচালনা করিয়া ২ জন অসাধু জেলে ৮০ কেজি জাটকা ইলিশ মাছ ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করা হয়েছে। এ ব্যাপারে মতলব উত্তর থানায় মৎস্য আইনের একটি নিয়মিত মামলা করা হয়েছে । এ ব্যাপারে বেলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর আলী জানান,কালিরচর এলাকায় মেঘনা নদীতে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ২টি ক্যারেটে ৮০কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করি,পরে উক্তমাছের মধ্যে ৩০ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরন করা হয়। এর মধ্যে ৫০ কেজি জাটকা ইলিশ মাছ মামলার আলামত হিসেবে বিজ্ঞ আদালতে চালান মোতাবেক জমা দেওয়া হইয়াছে। অভয়াশ্রমে জাটকা রক্ষা অভিযান ২৪ ঘন্টা নৌ পুলিশ নদীতে টহল দিচ্ছে এবং সার্বক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষ তা তদারকি করছে বলেও জানান তিনি।
আপডেট টাইম : রবিবার, মার্চ ১২, ২০২৩, ২৩৯ বার পঠিত
দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- বৃহস্পতিবার (বিকাল ৪:০৩)
- ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
- ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
- ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)