মোঃ সবুজ খান মির্জাপুর টাংগাইল।
ঐতিহ্যবাহী টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মসদই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস এস সি পরিক্ষার্থী২০২৩ ইং সনের বিদায়, মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মসদই উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ক্রীড়া সাংস্কৃতিক ও যেমন খুশি তেমন সাজ, অনুষ্ঠানের প্রতিযোগিতা । দ্বিতীয় রজনীতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব সাঈদ আলী উপসচিব বানিজ্য মন্ত্রণালয়। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম কবির বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ( মসদই উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র) সভাপতিত্ব করেন জনাব মোঃ মসিউল আজম মল্লিক( টিপু)সভাপতি মসদই উচ্চ বিদ্যালয়। পুরস্কার দাতা ছিলেন মোঃ শওকত খান সমাজ সেবক। মসদই ৩য় রজনীর পর্বে এস এস সির পরীক্ষার্থীদের বিদায়, যেমন খুশি তেমন সাজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, অধ্যক্ষ, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষা অনুরাগী, ব্যবসায়িক, সমাজ সেবক,মসদই গ্রামবাসী যুবসমাজ,সহ এলাকার লোকজন।সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপডেট টাইম : সোমবার, মার্চ ১৩, ২০২৩, ২৯৯ বার পঠিত