মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
স্বাগত বক্তব্য রাখেন, দিনাজপুর মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোখলেছুর রহমান, দিনাজপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌরমেয়র মাহমুদ আলম লিটন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে এমসিএইচ সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) ও এমসিএইচের সহকারী পরিচালক ডা. আ .ন .ম মোস্তফা কামাল মজুমদার।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১