সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ ঘটিকার দিকে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী ও ব্রাক এর আয়োজনে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে মানিকপুর গ্রামে ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে টিবি, ম্যালেরিয়া, এইস আই ভি এইচ ও কোভিড ১৯ ‘র উপরে ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
উক্ত আয়োজিত ওরিয়েন্টশন সভায় বাংলাদেশ আওয়ামীলীগ ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃ হাজী সাইফ উদ্দিন তালুকদার শামীমের সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্যকর্মী জনাব মোঃ আব্দুল আহাদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী ব্রাকের মাধবপুর-চুনারুঘাট ফিল্ট অর্গানাইজার (P,O) জনাব আঃ মমিন। মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লায়লা রহমান। বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি ও ৪নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ শামসুল আলম। ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মিয়া। মানিকপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ ফুল মিয়া।
সভায় স্বাগত বক্তব্যে ব্র্যাকের মাধবপুর-চুনারুঘাট ফিল্ট অর্গানাইজার (P,O) জনাব আঃ মমিন, টিবি, ম্যালেরিয়া, এইস আই ভি, ও কোভিড ১৯ বিষয়ের লক্ষন ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা ও করেন।
এসময় যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ্মা কীভাবে ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, তামাকের সঙ্গে যক্ষ্মার সম্পর্ক, রোগ শনাক্তকরণ ও করণীয়, যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি – শুকনো কিংবা কফযুক্ত, কাশির সঙ্গে রক্ত যাওয়া, বুকে ব্যথা, ওজন হ্রাস, অবসাদ, অরুচি, সন্ধ্যায় বা রাতে হালকা কাঁপুনি দিয়ে জ্বর (৯৯-১০১ ডিগ্রি ফারেনহাইট) কিংবা রাতে ঘাম হলে অবশ্যই যক্ষ্মার পরীক্ষা করা উচিত।
এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর প্রকল্প সহকারী (P,A) বিকাশ দেবনাথ, সাংবাদিক সোহাগ মিয়া, পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম, পল্লী চিকিৎসক আক্কাস মিয়া, সমাজ সেবক আসমা বেগম, সাবেক মহিলা মেম্বার নাছিমা শিকদার, মানিকপুর হযরত সুরুজ শাহ (রহঃ) জামে মসজিদের ইমাম মাওঃ জমির আলী, গ্রাম পুলিশ মুখলিছ মিয়া, তৈয়ব আলী, রতন ভট্টাচার্য, জয়নাল মিয়া, যতীন্দ্র দেবনাথ, মশিউর রহমান সহ প্রমূখ।